ভাইরাল খবর
অভিনব উপায়ে স্বামীকে পাকড়াও স্ত্রীয়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বামীর অবৈধ কাজ হাতেনাতে ধরতে অভিনব উপায় বাতলালেন স্ত্রী। মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথমে ভুয়ো নামে ফেসবুকে একটি আইডি তৈরি করেন স্ত্রী। এরপর নিজের স্বামীর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। অনুরোধ গ্রহণ করার পরই কথা শুরু হয় দুজনের। তবে শুধু কথাই নয়, ওই পুলিশ কনস্টেবল নিজের স্ত্রীয়ের সঙ্গে অশ্লীল কথা শুরু করেন, পরে অবশ্য বিষয়টি সম্পর্কে জানলে পায়ের তলা থেকে মাটি সরে যায়।
ইন্দোরের সুখলিয়ার বাসিন্দা মনীষা চাভান্দ, ২০১৯ সালে পঞ্চম কি ফালে বসবাসকারী সত্যম বহলের সাথে বিয়ে হয়। প্রথম কিছুদিন সব ঠিকঠাক থাকলেও এরপর শুরু হয় অত্যাচার। স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে ওই পুলিশ কনস্টেবল। মারধর করে ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে আটকে রাখতেন তিনি। অবশেষে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত ওই মহিলা। এ ঘটনায় বর্তমানে আসামি জামিনে রয়েছে।
উল্লেখ্য, মাতৃগৃহে থাকার সময় নির্যাতিতা মনীষা তার স্বামীকে সন্দেহ করলে সে তাকে একটি ভুয়া ফেসবুক আইডি দিয়ে অনুরোধ পাঠায়। সত্যম, যিনি নিজেকে সোশ্যাল মিডিয়ায় অবিবাহিত হিসাবে বর্ণনা করেছিলেন, এদিকে একদিন ফেসবুক চ্যাটে নিজের স্ত্রীকে অন্য তরুণী বলে ভুল বুঝে অশ্লীল কথা বলেন তিনি। অতঃপর আদালতে হোয়াটসঅ্যাপে চ্যাটের প্রমাণ দেখিয়ে মামলা দায়ের করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, ইন্দোর জেলা আদালত অভিযুক্তের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা আইনে সুরক্ষা আইনে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। ওই আবেদনের শুনানিকালে আদালত সোমবার ওই ব্যক্তিকে ২ লাখ টাকা এবং প্রতি মাসে ভরণপোষণ বাবদ মহিলাকে ৭ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন।