ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে চিন্তিত সারা বিশ্ব
Connect with us

দেশের খবর

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে চিন্তিত সারা বিশ্ব

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যত দিন যাচ্ছে ততই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের পরিস্থিতি ঘনিভূত হচ্ছে। আর এই ইউক্রেন-রাশিয়া সংঘাতের আবহে চিন্তিত গোটা বিশ্ব। রাশিয়ার লক্ষাধিক সেনা ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে।

অনেকের মতে, চিনে শীতকালীন অলিম্পিক্স শেষ হলেই ইউক্রেনের ওপর আক্রমণ করবে রাশিয়া। সূত্রের খবর, শনিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সমাধান বেরিয়ে আসেনি। রাশিয়াকে সংযত থাকার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। যদিও তাতে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করছে না মস্কো।

ইউক্রেন-রাশিয়া সংঘাত মেটাতে বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। সূত্রের খবর, প্রায় ৯ ঘণ্টা বৈঠক চলে। তবে সীমান্ত সংঘাত মেটাতে দীর্ঘক্ষণ কথা হলেও ঐক্যমতে পৌঁছোতে পারেনি মস্কো ও কিয়েভ। সেদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির চিফ অফ স্টাফ আন্দ্রেই ইয়েরমাক জানিয়েছিলেন, সীমান্ত সমস্যা মেটাতে কোনও সমাধান সূত্র মেলেনি। তবে ভবিষ্যতে ফের আলোচনায় বসবে দুই দেশ বলেই জানা গিয়েছে।

Advertisement