বাংলার খবর
লটারিতে এক কোটি টাকা পেয়ে আনন্দে আত্মহারা ভ্যান চালক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভ্যান চালিয়ে যে সামান্য রোজগার হয় তাই দিয়ে খুব অভাবের মধ্যে জীবন কাটছিল দীপক দাসের। ওই ভ্যান চালকের চার মেয়ে দিনদিন বড় হতে থাকায় কপালে চিন্তার ভাঁজ চওড়া হতে থাকে। কিন্তু ওপরওয়ালা যে তাঁর জন্য অন্য কিছু লিখে রেখেছেন সেটা কে জানত।
প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে আসেন রায়গঞ্জ শহরে ভ্যান চালানোর জন্য। ভ্যান চালানোর ফাঁকে আচমকাই রাস্তায় লটারির দোকান দেখতে পান এবং সেখান থেকে ৬০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটেন। দিনের শেষে দেখা যায় সেই টিকিটে বাম্পার ফার্স্ট প্রাইজ পেয়েছেন। যার পুরষ্কার মূল্য ১ কোটি টাকা! খবর পেয়ে ওই ভ্যান চালক সোজা পৌঁছে যান রায়গঞ্জ থানায়। রায়গঞ্জ থানার পুলিশ তাঁকে তাঁর বড়ুয়া গ্রামের বাড়িতে পৌঁছে দেন।
লটারিতে এক কোটি টাকা পেয়ে আনন্দে আত্মহারা দীপক দাস। এক কোটি টাকা পেয়ে ভবিষ্যতের পরিকল্পনার কথাও করে ফেলেছেন। ‘কোটিপতি’ দীপক দাস জানিয়েছেন, ‘বহু দিনের স্বপ্ন পাকা বাড়ি করার। আগামী দিনে পাকা বাড়ি করব এবং আমার চার মেয়ে, তাদের ধূমধাম করে বিয়ে দেব।’ পাড়ার ছেলেকে কোটিপতি হতে দেখে খুশি বড়ুয়া গ্রামের মানুষরাও।