বাংলার খবর
বিবৃতি দিয়ে তদন্তের দাবি জানাল বৈষ্ণদেবী মন্দির কমিটি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বৈষ্ণদেবী মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনায় অবশেষে বিবৃতি দিল মন্দির কর্তৃপক্ষ। বিবৃতি জারি করে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের দু’টি গোষ্ঠীর মধ্যে ঝামেলার কারণেই ঘটনার সূত্রপাত হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি আরও গভীরে গিয়ে তদন্ত করতে চাইছে প্রশাসন। বর্ষবরণের রাতে ঠিক কী ঘটেছিল বৈষ্ণদেবী মন্দিরে, তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে তদন্তকারী দলকে। অন্যদিকে, মর্মান্তিক ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, করোনা পরিস্থিতিতে ৩৫ হাজার দর্শনার্থীর ব্যবস্থা করা ছিল। তবে বর্ষবরণের রাতে সেখানে প্রায় ৫০ হাজার তীর্থযাত্রীর আগমন ঘটেছে।
এমন পরিস্থিতিতে কেন এই ঘটনা ঘটল তা নিয়েই প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে দুর্ঘটনা ঘটে। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জনের। আহত হয়েছেন আরও অনেকে। ভায়াবহ ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করেছেন। তিনি আরও ঘোষণা করেন, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।