রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা
Connect with us

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত কিছুদিন ধরেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা এবং অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এরপরেই ন্যাটোর সদস্য কয়েকটি দেশ ইউক্রেনের পক্ষে দাঁড়ায়। আমেরিকাও ইউরোপে সেনা মোতায়েন করে।

ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ন্যাটোর সদস্য দেশগুলো সেনা প্রত্যাহারের জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে। এরপরই রাশিয়া জানায় তারা যুদ্ধ নয়, মহরার জন্য সেনা সমাবেশ করেছিল। মহরা শেষে এবার সেনা প্রত্যাহার শুরু হয়েছে। ঠিক তার পরেই রাশিয়ার বিক্ষুব্ধ গোষ্ঠীর ইউক্রেন আক্রমণ করার খবর পাওয়া যায়। এরপরেই বার বার রাশিয়াকে সতর্ক করেছে আমেরিকা। কিন্তু এবার শুধু মুখে নয়, কাজেও কঠোরতা দেখাতে শুরু করল আমেরিকা।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আজ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করেছেন। এরপর থেকে পশ্চিমি দেশের সঙ্গে রাশিয়ার কোনও লেনদেন থাকবে না। কিন্তু আমেরিকার এই হুমকিতে রাশিয়া বিশেষ ক্ষতি হবে মনে করছে না। কারণ, ইউরোপ মহাদেশ তেল এবং গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। ফলে রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করার ফলে ইউরোপে তেলের এবং গ্যাসের দাম বাড়তে পারে। পাশাপাশি জো বাইডেন ঘোষণা করেছেন, যুদ্ধ লাগলে ন্যাটোর সদস্য দেশ ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করবে আমেরিকা সহ ন্যাটোর প্রত্যেক সদস্য দেশ।

Advertisement
Continue Reading
Advertisement