দেশের খবর
মালগাড়ি যেতেই নির্মীয়মান আন্ডারপাসে ধস, মৃত চার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রেলের নির্মীয়মান আন্ডারপাসে ধস নামায় কর্মরত অবস্থায় মৃত্যু হল ৪ শ্রমিকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব-মধ্য রেলের ধানবাদ ডিভিশনের প্রধানখান্টা জংশনের কাছে। এই খবর জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এবং রেল সূত্রে জানা গিয়েছে, প্রধানখান্টা জংশনের কাছে ছাতাফুল গ্রামে রেলের একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার রাতে নির্মীয়মান ওই আন্ডারপাসের ওপর দিয়ে একটি মালগাড়ি চলে যায়। তারপরই ওই আন্ডারপাসের মাটি ধসে পড়ে। সেই সময় ওই আন্ডারপাসে কর্মরত ছিলেন পাঁচজন শ্রমিক। সেই ধসে পাঁচ জনের মধ্যে চারজন শ্রমিক চাপা পড়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাজির হয় বালিয়াপুর থানার পুলিশ ও রেলের আধিকারিকরাও। তারপর দ্রুত উদ্ধার কাজ চালিয়ে ধসের ভিতর থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার যেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। নিহতদের পরিবারকে চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানান বিক্ষোভকারীরা। শেষে পুলিশ গোটা পরিস্থিতির সামাল দেয়। এই ঘটনার পর ওই রুট দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তার বদলে ওই রুট দিয়ে যাতায়াত করার ট্রেন গুলিকে ঝাঁঝা-পটনা-দীনদয়াল উপাধ্যায় রুট দিয়ে চালানো হচ্ছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।