দেশের খবর
গঙ্গাসাগরে আগতদের কোভিড বিধি মেনে চলার নির্দেশ রাজ্যের দুই মন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আবহের মধ্যে আদালতের নির্দেশ মেনে সোমবার ২০২২ সালের সাগরমেলার উদ্বোধন হল। উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন। সূত্রের খবর ছুটির দিন রবিবার থেকেই সাগরে পূর্ণার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে।
মেলার বিভিন্ন পয়েন্টের পাশাপাশি বিভিন্ন ফেরিঘাটে করোনা পরীক্ষা শিবির করা হয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলার কুঁকড়াহাটি ফেরিঘাটে গঙ্গাসাগর মেলায় যাওয়া পূর্ণার্থীদের করোনা পরীক্ষা করা হয়। প্রায় ৫০ জন পূর্ণার্থীকে শীতের কম্বল, মাস্ক, স্যানিটাইজার, খাদ্যসামগ্ৰী, পানীয় জল তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও মানস ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও আইএনটিটিইউসির সভাপতি(তমলুক সাংগঠনিক) তাপস কুমার মাইতি। জেলাশাসক জানিয়েছেন, পূর্ণার্থীদের যাতায়াতের জন্য একটি নিদিষ্ট লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।
ওই লঞ্চে প্রশাসনের তরফ থেকে একজন থাকবে যাত্রীদের গাইড করার জন্য। এদিন কুঁকড়াহাটি জেটিঘাট চত্ত্বর ও লঞ্চটিকে স্যানিটাইজার করা হয়। লঞ্চে ওঠার আগে পূর্ণার্থীদের দৈহিক তাপমাত্রা ও করোনা পরীক্ষা করা হচ্ছে। ফেরিঘাটে একটি ক্যাম্প করা হয়েছে। সাগর মেলার সরকারি গাইডলাইনের লিফলেট, মাস্ক ও স্যানিটাইজারও পূর্ণার্থীদের বিতরণ করা হচ্ছে।