বাংলার খবর
অশান্তিকারীদের কাউকে ছাড়া হবে না, সর্বোচ্চ শাস্তি হবে, হুঁশিয়ারি জাভেদ শামিমের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বির্তকিত মন্তব্যকে ঘিরে উত্তাল গোটা দেশ। তার আঁচ এসে পড়েছে রাজ্যেও। সেই নিয়ে গত কয়েকদিন ধরেই হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়ায় কিছু জায়গায় বিক্ষোভ, প্রতিবাদের নাম করে যারা রাজ্যে জনজীবনকে ব্যাহত করেছে, শান্তি নষ্ট করেছে, অশান্তি পাকিয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। অভিযুক্তদের খুঁজে বার করে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সোমবার নবান্নে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।
সোমবার নবান্ন সাংবাদিক সম্মেলনে জাভিদ শামিম বলেন, হাওড়ায় গত ৪৮ ঘণ্টায় নতুন করে আর কোনও অশান্তি হয়নি। সোমবার সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। তবে হাওড়ার যে সমস্ত এলাকায় অশান্তি ছড়িয়ে ছিল সেখানে আরও তিন দিন ১৪৪ ধারা জারি থাকবে। তিনি আরও জানিয়েছেন, নদীয়ার বেথুয়াডহরি এবং নাকাশিপাড়ায় থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জিআরপি আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। রবিবার ট্রেন ভাঙচুর সহ যে গন্ডগোলের ঘটনা ঘটেছে, তাতেও পুলিশ এবং জিআরপি কড়া ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছেন রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তা৷
সোমবার জাভেদ শামিম জানিয়েছেন, সরকারি- বেসরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধরের মতো ঘটনায় হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪২ মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত মোট দু’শোর বেশি গ্রেফতার করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকা থেকে ১৭ জন এবং গ্রামীন এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অশান্তি পাকানোর সঙ্গে যুক্ত, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার জন্য, ভালো করে চার্জশিট তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন জাভেদ শামিম। এবং রাজ্য পুলিশের সমস্ত সিনিয়র অফিসাররা স্পর্শকতার এলাকাগুলোয় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম এদিন বলেছেন, ‘সোমবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিনিয়র অফিসাররা এখনও রাস্তায় নেমে নজরদারি চালাচ্ছেন। যারা গন্ডগোল পাকিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। পশ্চিমবঙ্গে একটা বড় রাজ্য। কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে। সমস্ত ক্ষেত্রেই পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। কারা, কীভাবে এই গন্ডগোল করেছে, সব তদন্ত করে খুঁজে বার করা হবে। যারা এর সঙ্গে যুক্ত ছিল, তাদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। তারা যাতে সর্বোচ্চ শাস্তি পায় তার জন্য ভালোমতো চার্জশিট তৈরি করা হচ্ছে। মুর্শিদাবাদে দুটো ছোট ঘটনা ঘটেছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে। যারা অশান্তি পাকিয়েছে, তাদের সম্বন্ধে নির্দিষ্ট করে খোঁজ নিয়ে গোটা রাজ্য থেকে গ্রেফতার করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ পুলিশ দায়বদ্ধ।’
রাজ্যে শান্তি বজায় রাখার জন্য তিনি রাজ্যবাসীর সহযোগিতাও চেয়েছেন। জাভেদ শামিম বলেছেন, ‘আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের সহযোগিতা করুন। শান্তি বজায় রাখুন। ভুয়ো ভিডিও বা খবর ছড়াবেন না। যারা এই ধরনের কাজ করে উত্তেজনা ছড়াচ্ছে তাদের সম্পর্কে পুলিশকে জানান। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাতে আর নতুন করে কোনও ঘটনা না ঘটে তার জন্য রাজ্য পুলিশ সব রকম ভাবে সতর্ক রয়েছে।’