ভাইরাল খবর
দলের ডামাডোল সামাল দিতে শনিবার মিটিং ডাকলেন তৃণমূল সুপ্রিমো

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত শুক্রবার রাজ্যের ১০৮ পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে একের পর এক বিতর্ক। জোড়া প্রার্থী তালিকা নিয়ে প্রথমে শুরু হয় বিতর্ক। তারপরই জেলায় জেলায় প্রার্থী নিয়ে শুরু হয় অসন্তোষ এবং বিক্ষোভ।
এরইমধ্যেই দলের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাডের সঙ্গেও সংঘাত সামনে আসে। দলের নেতৃত্বের একাংশকে বিভিন্ন বিষয়ে অপর নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য ও কটুক্তি করতেও দেখা গিয়েছে। কখনও আবার আকাশ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহার মতো যুব নেতারা সোশাল হ্যান্ডেলে নিজেদের মতো করে কথা বলছেন। যা চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূল নেতৃত্বকে। শুক্রবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘বিতর্ক তৈরি করে লাভ নেই। দলের মুখ মমতা বন্দোপাধ্যায়।’ অন্যদিকে একই সুর ফিরহাদ হাকিমের গলাতেও। তিনিও এদিন বলেছেন, ‘দলনেত্রীর সিদ্ধান্তই আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত। এটাই সকলের জন্যই ধার্য। আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, দলে সেই সিদ্ধান্তই হবে। দলে আমরা সেই প্রতিশ্রুতিও নিয়েছিলাম।
‘ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। পরিস্থিতি সামাল দিতে অবশেষে আসরে নামলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বর্তমান পরিস্থিতি এবং এই ডামাডোল নিয়ে শনিবার বিকেল পাঁচটায় কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে মিটিং ডাকলেন তৃণমূল সুপ্রিমো। সেই মিটিঙে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই মাসের শুরুতেই দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকেই দল পরিচালনার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না কার্যনির্বাহী কমিটি গঠন হচ্ছে, ততদিন এই কমিটিই তদারকি করবেন বলে জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সূত্র মারফত জানা গিয়েছে, এই কমিটির সদস্যরাই শনিবার নেত্রীর ডাকা মিটিঙে কালীঘাটে যাচ্ছেন।