বাংলার খবর
বিজেপির হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ভাঙন শুরু হয়েছিল বিজেপিতে। বেশ কয়েকজন বিধায়ক দল ছেরে তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন জেলার বহু নেতা-কর্মীদের মধ্যে দল ছাড়ার হিড়িক পরে যায়। পদ্ম শিবিরের বহু নেতা-কর্মী দল ছেড়ে নাম লিখিয়েছেন শাসকদল তৃণমূলে।
বিজেপির টিকিতে জেতা বহু গ্রাম পঞ্চায়েত সদস্য দল পরিবর্তন করায় পঞ্চায়েতের ক্ষমতা হাতবদল হয়ে চলে গিয়েছে তৃণমূলের কাছে। সেই রকমই এক চিত্র ধরা পড়ল পুরুলিয়ার আনারা গ্রাম পঞ্চায়েতে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৬টি আসনের মধ্যে ১৩টি পেয়েছিল বিজেপি। ২টি তৃণমূল এবং একটি সিপিআইএম। আগেই সিপিআইএম-এর একমাত্র গ্রাম পঞ্চায়েত সদস্য এবং বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন।
সোমবার প্রধান জ্যোতি লায়েক এবং বিজেপির আরও দুই সদস্য জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথ্রিয়ার হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। ৩ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে আসায় তৃণমূলর সদস্য সংখ্যা হল ৮ জন। ফলে খুব তাড়াতাড়ি এই পঞ্চায়েতের হাত বদল হতে চলেছে। প্রধান জ্যোতি লায়েক বলেছেন, বিজেপি তে থেকে উন্নয়নের কাজ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ দেখে তৃণমূলে যোগদান করলেন।