খোওয়া যাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন চাঁচলের ট্রাফিক আধিকারিক
Connect with us

বাংলার খবর

খোওয়া যাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন চাঁচলের ট্রাফিক আধিকারিক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সততার নজির গড়লেন ট্রাফিক পুলিশ আধিকারিক। হারিয়ে যাওয়া টাকা প্রকৃত ব্যক্তির হাতে তুলে দিয়ে সততার বার্তা দিলেন চাঁচল থানার ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে।শনিবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার শান্তি মোড় এলাকায়।

ট্রাফিক আধিকারিকের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। শনিবার সকালে চাঁচল থানার ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে চাঁচলের শান্তি মোড় এলাকায় ডিউটি করার সময় রাস্তায় প্রায় চার হাজার টাকা পরে থাকতে দেখেন। সেই টাকা তুলে নেন তিনি। এরপর ওই এলাকার বাসিন্দাদের টাকার কথা জানানো হয়। ওই সময় ওই এলাকায় রফিকুল আলম নামে এক ওষুধের রিপ্রেজেন্টেটিভ টাকার খোঁজ করলে চন্দন দে সঠিক প্রমান নিয়ে রফিকুল আলমের হাতে টাকা তুলে দেন।

হারিয়ে যাওয়া টাকা পাওয়ায় ট্রাফিক আধিকারিকের সততাকে কুর্নিশ জানিয়েছেন ওই মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। রফিকুল আলম জানান, শনিবার সকালে হরিশ্চন্দ্রপুরে যাওয়ার সময় শান্তি মোড় এলাকায় তাঁর একটা ফোন আসে। পকেট থেকে ফোন বের করার সময় টাকা গুলি পড়ে যায়। এর পরে ফোন পকেট রাখতে গিয়ে খেয়াল করেন পকেটে টাকা নেই। এর পর টাকার খোঁজ করতে করতে ওই এলাকায় আসলে চাঁচল থানার ট্রাফিক আধিকারিকের থেকে টাকা ফেরত পান। ট্রাফিক পুলিশ চন্দন দে বলেছেন, ‘এমন কাজে নিজেকে খুব গর্বিত মনে করছি। আমাদের কাজই হল মানুষকে পরিষেবা প্রদান করা।’

Advertisement
Continue Reading
Advertisement