বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর
Connect with us

বাংলার খবর

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেশ কিছুদিন ধরেই উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় রাতে আচমকাই কারেন্ট অফ হয়ে যাচ্ছিল। এলাকার মানুষজন মনে করত, হয়তো লোডশেডিং হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় সারারাত কাটানোর পর সকালে দেখতে পান তার ছেড়া।

বারবার এই ঘটনা ঘটায় মানুষ বুঝতে পারে তার ছিড়ে যাচ্ছে না, কেউ বা কারা বিদ্যুতের তার চুরি করছে। বারবার তার চুরির ঘটনায় বিরক্ত হয়ে পড়ছিলেন এলাকার মানুষ। সোমবার রাতে ঠিক একই ঘটনা ঘটে চোপড়া ব্লকের দাসপাড়া এলাকায়। আচমকা কারেন্ট চলে গেলে স্থানীয় মানুষজন বাইরে বেরিয়ে দেখতে পায় এক যুবক বিদ্যুতের তার কাটছে। এই কথা জানাজানি হতেই ছুটে আসে এলাকার লোকজন।

বেগতিক দেখে বিদ্যুতের তার ফেলে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা ওই যুবককে ধরে ফেলে। খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ওই যুবককে গ্রেফতারের পাশাপাশি প্রচুর কাটা বিদ্যুতের তার উদ্ধার করে পুলিশ। পুলিশ এবং গ্রামবাসীদের ধারনা একা একা কখনই বিদ্যুতের তার চুরি সম্ভব নয়। নিশ্চয় এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement