রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের মেয়াদ বাড়ল
Connect with us

দেশের খবর

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের মেয়াদ বাড়ল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রিজার্ভ অফ ইন্ডিয়া (আরবিআই) এর গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, তাঁর কার্যকালের সময়সীমা তিন বছর বাড়ানো হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া- এর গভর্নর পদে থাকার মেয়াদ ছিল শক্তিকান্ত দাসের। শুক্রবার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বর মাসে উরজিত প্যাটেলের মেয়াদ শেষ হওয়ার পর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর কাজের পদ্ধতিই তাঁর মেয়াদ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে শক্তিকান্ত দাসের মতামতের মিল খুব ভালো। সরকারের নিয়োগ সংক্রান্ত কমিটি আরবিআই গভর্নরের কার্যকালের সময়সীমা বাড়ানোর সঙে আশা করেছে, আগামী তিন বছরেও একই সখ্যতা বজায় থাকবে।