জিরো ব্যালেন্স একাউন্ট খোলার ঝোঁক তুঙ্গে
Connect with us

বাংলার খবর

জিরো ব্যালেন্স একাউন্ট খোলার ঝোঁক তুঙ্গে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:ব্যাংক একাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে না পারলে ব্যাংক কর্তৃপক্ষ যখন পূর্ব নির্ধারিত নিয়ম দেখিয়ে ফাইন মারফৎ চার্জ কেটে নেয়। এর ফলে সাধারন মধ্যবিত্ত মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই ব্যালেন্স মেন্টনেন্স চার্জ কাটা মেনে নিতে পারছেন না। দেশের অনেক রাষ্ট্রীয় ব্যাংকে এই নিয়ম চালু আছে।

শুধু চালু নয় বরং অনেক ক্ষেত্রে অভিযোগ আসে মোটা অঙ্কের টাকা কেটে নেওয়ার অভিযোগ। সেই কারনে এইসব গ্রাহকদের ঝোঁক বাড়ছে জিরো ব্যালেন্স এর একাউন্ট খোলার জন্য। প্রধানমন্ত্রী জন ধন যোজনার উদ্যোগে অনেক মানুষ এর জিরো ব্যলেন্স এর  একাউন্ট খোলার ঝোঁক বাড়ে । ব্যাংক কর্তৃপক্ষ সাধারন গ্রাহক দের মত জিরো ব্যলেন্স এর গ্রহক দেরও সমান সুবিধা দেওয়া শুরু করে। চেক বই প্রদান, এ টি এম এর সুবিধা এর পাশাপাশি সবচেয়ে বড় সুবিধা হল একাউন্ট কোন ব্যলেন্স না থাকলেও কোন ফাইন কাটার ব্যপার নেই। সাথে আছে সাধারন সেভিংস একাউন্টের মত সুদ। আর সেই কারনেই সাধারন ব্যাংক এর গ্রাহকরা জিরো ব্যাল্যান্স এর একাউন্ট খুলতে চান।

তাদের বক্তব্য যদি জিরো ব্যলেন্স এর একাউন্ট খুলে সমান সুবিধা পাওয়া যায় তাহলে শুধু শুধু ফাইন গুনতে যাব কেন । মূলত, সাধারন একাউন্ট খুলতে মানুষকে ডকমেন্ট নিয়ে অনেক সময় সমস্যার মুখে পড়তে হয়। কিন্তু জিরো ব্যলেন্স এর একাউন্ট খোলার তেমন কোন ঝামেলা নেই। ডকমেন্ট নিয়ে তো নেই এমনকি খুব সহজে একাউন্ত খোলা যায়। আসুন দেখে নেওয়া যাক জিরো ব্যলেন্স এর বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার ব্যাংকের নাম সুদের হার
1] IDFC BANK 6% – 7%
2] INDUSLAND Bank 4% – 6%
3] RBL BANk 5% – 6.75%
4] KODAK MAHINDRA BANK 4% – 6%
5] STANDARD CHARTERED BANK 0.5% – 4.90%
6] HDFC BANK 3.50% – 4%
7] AXIS BANK 3.50% – 4%
8] ICICI BANK 3.50% – 4%
9] STATE BANK OF INDIA 3% – 3.25%

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.