খেলা-ধূলা
মহিলা ভলিবল খেলোয়াড়ের মুণ্ডচ্ছেদ করল তালিবানরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তালিবান আছে তালিবানেই। আফগানিস্তানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর তালিবানি শাসন চালু হওয়ার পর তালিবানরা ঘোষণা করেছিল তারা মহিলাদের অধিকারে হস্তাক্ষেপ করবে না। কিন্তু তালিবানি শাসন কায়েম করতে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ওপর অমানবিক অত্যচারের খবর সামনে আসতে শুরু করে। বিভিন্ন দফতরের মহিলা কর্মীদের সরিয়ে দেওয়া হয়। এক কথায় মহিলাদের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, মহিলাদের পড়াশোনা, পোশাক-আশাকের ওপরও একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে।
নিয়ম লঙ্ঘনে মহিলাদের প্রাকাশ্যে সাজা দেওয়ার খবর পাওয়া যায় অনেক সময়। এবার আরেকটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেল। জানা গিয়েছে, একজন আফগান জুনিয়র জাতীয় ভলিবল খেলোয়াড়ের মুণ্ডচ্ছেদ করে হত্যা করেছে তালিবান জঙ্গিরা। বিস্তারিত জানাতে গিয়ে দলের কোচ জানিয়েছেন, মেহজাবিন হাকিমি নামক এক মহিলা খেলোয়াড়কে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যার কথা কাউকে না জানানর জন্য পরিবারকে বার বার হুমকি দেওয়া হচ্ছে। তালিবান জঙ্গিরা আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে মেহজাবিন কাবুল জুনিয়র ভলিবল দলের খেলোয়াড় ছিলেন। তিনি ক্লাবের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন
। সম্প্রতি তাঁর শিরচ্ছেদের ছবি প্রাকাশ্যে আসতেই মুখ খুলছেন কোচ। তিনি আরও জানান, তাঁর দলের মহিলা খেলোয়াড়দের মধ্যে মাত্র দু’ইজন দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছেন। মেহজাবিন হাকিমি অন্যান্য খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন, যাঁরা দেশ ছেড়ে পালাতে পারেননি। তিনি আরও বলেন, যে সব মহিলা খেলোয়াড় খেলাধুলায় অংশ নিয়েছিলেন তাঁদের প্রত্যেককে খুঁজে খুঁজে হত্যা করার চেষ্টা করছে তালিবান জঙ্গিরা।