বাংলার খবর
সুপ্রিম কোর্টের রায়, উইল না থাকলেও পিতার মৃত্যুর পর সম্পত্তির অধিকার কন্যার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মৃত্যুর আগে বাবা যদি কোনও উইল করে না যান, তাহলে পৈতৃক সম্পত্তির ভাগ কি পাবেন কন্যা? এই মামলায় শুক্রবার তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। এই মামলার রায়ে দেশের সর্বোচ্চ আদালতে জানিয়েছে, মৃত্যুর আগে পিতা যদি কোনও উইল বা ইচ্ছাপত্র তৈরি করে না যান, তাহলে পিতার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি পাওয়ার অধিকারী হবেন কন্যা।
এবং পরিবারের অন্যান্য সদস্যদের থেকে বেশি অগ্রাধিকার পাবেন মৃত পিতার কন্যাই। উইল বা ইচ্ছাপত্র তৈরির আগে কারও মৃত্যু হলে, সংশ্লিষ্টের সম্পত্তির ওপর কার অধিকার থাকবে?এই প্রশ্নে মাদ্রাজ হাইকোর্টের এই সংক্রান্ত একটি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়েই সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানিয়েছে, উইল করার আগেই যদি কোনও হিন্দু পুরুষের মৃত্যু হয় তাহলে তার নিজের উপার্জন করা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যেই বন্টন করতে হবে। তবে মৃত ওই ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের থেকে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তাঁর কন্যা।
যেহেতু মৃত ব্যক্তি নিজে সম্পত্তি কিনেছিলেন, তাই তিনি যৌথ পরিবারে বসবাস করলেও তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির অধিকারী হবেন তাঁর মেয়ে। উল্লেখ্য, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার দেওয়া হয়নি। প্রায় ৫০ বছর পরে এই আইনের সংশোধন করে ছেলের পাশাপাশি মেয়েকেও বাবার অর্জিত সম্পত্তির ওপর সমানাধিকার দেওয়া হয়। কিন্ত সেই সংশোধনী কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় ছিলই। ২০২০ সালে অগাস্টে সর্বোচ্চ আদালতের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ একটি মামলার রায়ে জানায়, যৌথ পরিবারের সম্পত্তিতে মেয়েদের সারা জীবন সমান অধিকার রয়েছে। শুক্রবার আদালতের এই রায়ের সেই জটিলতা একদমই কেটে গেল।