বাংলার খবর
এক পদ এক পেনশন নিয়ে কেন্দ্রের সমালোচনা সুপ্রিম কোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সশস্ত্রবাহিনীর প্রত্যেককে ‘এক পদ এক পেনশন’ নীতির অধীনে পেনশন দেওয়া নিশ্চিত করা হয়েছে। তবে এক্ষেত্রে পেনশনের ফারাক এসে যাচ্ছে। আর তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে প্রাক্তন সেনা কর্মীদের সংগঠন।
অন্যদিকে সরকারের তরফ থেকে পেনশন বৃদ্ধির বিষয়টি পাঁচ বছর পর খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। প্রাক্তন সেনাদের দাবি, প্রতিবছর নিয়ম মেনে পেনশন বাড়ানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সরকারকে তোপ দেগে জানিয়েছেন, এক পদ এক পেনশনের এখনও কোনও বিধিবদ্ধ সংজ্ঞা নেই। যদিও কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে, এই শব্দবন্ধ তৈরির সময় সব দিক খতিয়ে দেখা হয়েছে সরকারের তরফ থেকে। তবে বৃহস্পতিবারের শুনানিতে পেনশনের ফারাকের বিষয়টি উঠে আসে। আগামী ২৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। এই মামলা নিয়ে ইতিমধ্যেই কৌতুহল বাড়ছে।