বাংলার খবর
কালিম্পঙের বাড়ি থেকে ছুটি কাটিয়ে ফিরে শুক্রবারই কাজে যোগ দিয়েছিলেন আত্মঘাতী পুলিশকর্মী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়ি গিয়েছিলেন। ছুটি থেকে ফিরে শুক্রবারই কাজে যোগ দিয়েছিলেন। সশস্ত্র পুলিসের পঞ্চম ব্যাটেলিয়নে পোস্টিং হয়। তারপরই দুপুরবেলা তিনি যে তাণ্ডব চালালেন তাতে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার দুপুরে পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের আউটপোস্টে কর্মরত অবস্থাতেই এলোপাতাড়ি গুলি চালান কলকাতা পুলিশের সশস্ত্রবাহিনীর এই কর্মী চোডুপ লেপচা। তাঁর বাড়ি কালিম্পং-এ। নিজের সার্ভিস সাইকেল থেকে গুলি করে আত্মঘাতী তিনি। তাঁর ছোঁড়া গুলিতে মৃত্যু হয় হাওড়ার দাশনগরের রিমা সিং নামে এক মহিলার। গুলির আঘাতে আহত হন আরও দু’জন। বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
মনে করা হচ্ছে, কোনও মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী ওই পুলিশ কর্মী। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। বুকে গুলি লাগে তাঁর। তারপরই আত্মঘাতী হন অভিযুক্ত পুলিসকর্মী। ঘটনাস্থল থেকে দু’টো খালি কার্তুজ পাওয়া গিয়েছে। তাঁর ছোঁড়া গুলি গিয়ে লাগে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও। প্রত্যক্ষদর্শীদের দাবি, আত্মঘাতী ওই পুলিশকর্মী প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালিয়েছেন। ঘটনার পরই পার্ক সার্কাসে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও অতিরিক্ত পুলিস কমিশনার প্রবীণ ত্রিপাঠি। দু’জনেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, আত্মঘাতী ওই পুলিশকর্মী মানসিক অবসাদে ভুগছিলেন, নাকি অন্য কোনও কারণে তিনি এই ভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন, তা তদন্ত করে দেখা হবে।