বিনোদন
‘ডলি কি ডোলি ‘ ছবির ঘটনা এখন রিল লাইফ থেকে রিয়েল লাইফে হাজির!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘ডলি কি ডোলি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। ছবির নাম ভূমিকায় ছিলেন সোনাম কাপুর। ডলি অর্থাৎ সোনাম কাপুরের চরিত্রটি ছিল এমন একজন মহিলার, যে বিয়ে করে বাসর রাতে বর আর তার পুরো পরিবারকে বেহুঁশ করে সব গয়নাগাটি, টাকা-পয়সা নিয়ে চম্পট দিতো।
আর তার সঙ্গে ছিল এক গোটা নকল পরিবার। গল্পের শেষে দেখা যায় ডলি ধরা পরে। এতো গেলো রিল লাইফের কথা। এই ঘটনার প্রতিচ্ছবি ধরা পড়েছে রিয়েল লাইফেও। আসুন দেখে নিই সেই বাস্তবের নকল বৌয়ের কাহিনী। একবার-দু’বার নয়, একেবারে সাতবার বিয়ের পিঁড়িতে বসেছেন মধ্যপ্রদেশের জব্বলপুরের ডাকাত বৌ উর্মিলা। তাঁর বয়স ২৮। উর্মিলাকে কিন্তু আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই দেখতে। দেখে বোঝার উপায় নেই যে, তিনি হাসি মুখে বিয়ের পিঁড়িতে বসেন। আর ক’দিন পরেই সুযোগ বুঝে বরের সম্পত্তি নিয়ে গা ঢাকা দেন। উর্মিলার বিয়ে হয়েছিল বছর আটেক আগে অজয় নামের এক ব্যক্তির সঙ্গে। বিয়ের কিছুদিনের মধ্যেই উর্মিলা বিধবা। এরপর তিনি ফিরে আসেন বাপের বাড়িতে। আর সেখানে সেলাই করেই নিজের ভরণ-পোষণ চালান। কিন্তু হঠাৎই তাঁর জীবনে আসেন ভাগচনদ। তাঁর সঙ্গে আলাপের পর আমূল পাল্টে যায় উর্মিলার জীবন। এরপর আস্তে আস্তে পরিচয় হয় শ্যাম, অমর সিং প্যাটেল, অর্চনা এবং আরও কিছুজনের সঙ্গে। আর তারপরই এই দল তৈরির পরিকল্পনা নেওয়া হয়। এঁদের প্রত্যেকেরই ছিল টাকার প্রয়োজন।
আর এই দলের ডলি হলেন উর্মিলা। বেশি বয়সের অবিবাহিত পুরুষদের চিহ্নিত করে তাঁদের সঙ্গে বিয়ে করতেন উর্মিলা। আর দলের বাকি জনেরা হয়ে যেত পাত্রীর আত্মীয়। আর সেই বিয়ে ধুমধাম করেই হতো। এরপর সুযোগ বুঝে বরকে লুঠ করে পালাতেন উর্মিলা আর তাঁর গোটা দল। বেশ চলছিল। কিন্তু বাধ সাধলো সাত নম্বর বর। উর্মিলার প্রথম পাত্র ছিলেন রাজস্থানের। তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা এবং গয়না নিয়ে বিয়ের ৪ মাসের পর পালান উর্মিলা। দ্বিতীয় বর ছিলেন মধ্যপ্রদেশের সাগরের। বিয়ের ১৫ দিনের মধ্যে ২২ হাজার টাকা আর গয়না নিয়ে আবার পালায় এই দল। এরপরের পাত্রটি ছিল দমেহতে। এখান থেকে ১৭ হাজার টাকা নিয়ে আবারও পালায়।
তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বিয়ে করেন যথাক্রমে রাজস্থানের রাজাখেরা, ধৌলপুর এবং জয়পুরে। গত ২ ফেব্রুয়ারিতে উর্মিলার বিয়ে হয় জব্বলপুরের ৪১ বছরের দশরথের সঙ্গে। আর এবারেই ফাঁদে পড়েন উর্মিলা। বিয়েও হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের কিছু সময় পরেই উর্মিলা টাকা আর গয়না নিয়ে পালান। কিন্তু পুলিশের হাতে ধরা পড়েন দলের এক সদস্য অর্চনা। আর তাঁর থেকেই পুরো দলের তথ্য পেয়ে পুলিশ সবাইকে গ্রেফতার করে। বাংলা ছবি ‘ঠগিনি’ আর হিন্দির ‘ডলি কি ডোলি’- এই দুই ছবি থেকেই অনুপ্রাণিত এই দল, তা বলা যেতেই পারে। এতদিন জানতাম রিয়েল লাইফ থেকে রিল লাইফ তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে উর্মিলার কীর্তি রিল লাইফ থেকে নেওয়া এক রিয়েল স্টোরি।