বাংলার খবর
গ্রুপ ‘ডি’ নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ‘ডি’ নিয়োগের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এক ঐতিহাসিক রায় দিয়েছিল।
এবার সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। জানা গিয়েছে, ৫৭৩ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। রাজ্য সরকার আবেদনে জানিয়েছে, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। কিন্তু কমিটি এখনও পর্যন্ত কোনও রিপোর্ট ফাইল করেনি।
এই পরিস্থিতিতে কীভাবে সিঙ্গল বেঞ্চ ৫৭৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিতে পারে? প্রসঙ্গত, এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। অবিলম্বে তাঁদের বেতন বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়। এমনকি এখনও অবধি তাঁরা যে বেতন পেয়েছেন, তা উদ্ধার করতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।