বাংলার খবর
বাংলার বাড়ি প্রকল্পে ৫০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি দিচ্ছে রাজ্য

অবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে উত্তর ২৪ পরগনায় ৩০৪ কোটি টাকা বরাদ্দ, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় উত্তর ২৪ পরগনায় দ্বিতীয় দফায় ৩০৪ কোটি টাকার অনুদান বরাদ্দ করল রাজ্য সরকার। এই বরাদ্দের ফলে জেলার প্রায় ৫০ হাজার ৬৮১ জন উপভোক্তা উপকৃত হবেন, যাঁদের বাড়ি লিন্টন ঢালাই পর্যন্ত নির্মিত হয়েছে। ইতিমধ্যেই এই অর্থ জেলার বিভিন্ন ব্লকে পাঠানো হয়েছে এবং প্রশাসন জানিয়েছে, উপভোক্তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা পৌঁছে যাবে।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পঞ্চায়েত দফতরে নির্ধারিত রিপোর্ট জমা দেওয়ার পরেই এই অর্থ বরাদ্দ হয়। সরকারি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ অনুযায়ী, লিন্টন ঢালাই পর্যন্ত নির্মাণ শেষ হলেই মিলবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা।
আরও পড়ুন – পুত্রশোকে ভেঙে পড়েছেন রিঙ্কু, পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ, সমালোচকদের বললেন ‘জানোয়ার’
পঞ্চায়েতভিত্তিক সার্ভে অনুযায়ী, জেলার মধ্যে সবচেয়ে বেশি উপভোক্তা টাকা পাচ্ছেন হাসনাবাদ ব্লকে (৫৩৬০ জন)। দ্বিতীয় স্থানে রয়েছে বাগদা ব্লক, যেখানে ৪৮৯০ জন উপভোক্তা দ্বিতীয় কিস্তির যোগ্য। অন্যদিকে, রাজারহাট, ব্যারাকপুর ও আমডাঙা ব্লকে তুলনায় কম সংখ্যক পরিবার অর্থ পাচ্ছেন।
রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রের আবাস যোজনায় বরাদ্দ আটকে থাকায় রাজ্য নিজেই প্রতিটি উপভোক্তাকে ১.২০ লক্ষ টাকা দিচ্ছে বাড়ি তৈরির জন্য। এর আগেই উত্তর ২৪ পরগনায় প্রায় ৮২ হাজার উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। তবে যাঁদের বাড়ি এখনো লিন্টন পর্যন্ত হয়নি, তাঁদের উদ্দেশ্যে জেলা প্রশাসনের বার্তা—“দ্রুত কাজ শেষ করলেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা।”
বারাসত–১ ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী বলেন, “ব্লকে টাকা পৌঁছেছে। নির্দেশ এলেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।”