বাংলার খবর
গাড়িচালকদের জন্য নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার! না মানলেই পড়তে হবে অনেক বড় বিপদে

বেঙ্গল এক্সপ্রেসঃ ভারতের উন্নতির সাথে সাথে বাড়ছে যানবাহন। মানুষ নিজেদের সুবিধার্থে কিনছে গাড়ি। এই কারণেই দিন বা দিন বেড়েই চলেছে জ্যাম। আর ওভারটেকিং করলে তো কোন কথাই নেই গুনতে হচ্ছে মোটা টাকা চালান। পশ্চিমবঙ্গে যে পরিমাণ গাড়ি চলাচল করে তার একটি বড় অংশ একেবারেই আনফিট।
কোন না কোন সমস্যা যেন লেগেই রয়েছে। এই বিষয় নিয়ে করা পদক্ষেপ নিতে চলেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি জানিয়েছেন যে, যে গাড়িগুলো আনফিট বা সমস্যা রয়েছে সেগুলোর উপর কড়া নজর রাখছে সরকার। অতি শীঘ্রই সে গাড়িগুলির গতি করা হবে। অনেক বড় ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই আনফিট যানবাহনের জন্য। ইতিমধ্যে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গের যে পরিমাণ যানবাহন চলাচল করে, তার ৭০% নেই কোন ফিট সার্টিফিকেট। বড় থেকে ছোট সব গাড়ি প্রায় একই অবস্থা। আর এইসব কারিগরের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।
রাজ্যের পরিবহনমন্ত্রী আরো জানান যে, টেকনিক্যালি এর সাথে সাথে গাড়ির উপর নজর রাখতে নামানো হবে নন টেকনিক্যালি ভিহিকেলস ইন্সপেক্টরদের ও। আপাতত সেই সব ইন্সপেক্টররা গাড়ির চেকিং করবে। আর সেই সময় যদি নন ফিট কোনো গাড়ি ধরা পড়ে তবে তার বিরুদ্ধে কড়া উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি শাস্তি স্বরূপ মোটা টাকার চালানো দি হতে পারে। আসলে যানবাহন এতটাই বেড়ে গিয়েছে যে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন। দেখা গিয়েছে যে নন ফিট গাড়ি গুলো এতটা জোরে ছুটছে যে অন্য গাড়িচালকদের অসুবিধা হচ্ছে। এইসব কারণেই কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার।