বাংলার খবর
চিংড়িহাটার দুর্ঘটনা এড়াতে খড়্গপুর আইআইটি-এর সহায়তা নিচ্ছে রাজ্য সরকার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চিংড়িহাটায় ঘন ঘন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই নড়েচড়ে বসে কলকাতা ও বিধাননগর পুলিশ। এবার এই দুর্ঘটনা কবলিত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে খড়্গপুর আইআইটি বিশেষজ্ঞদের সহায়তা নিল রাজ্য সরকার।
চিংড়িহাটা ক্রসিংয়ে কী ভাবে দুর্ঘটনা কমানো যায়, আর কী ভাবে সেই জায়গার ট্রাফিক ব্যবস্থাকে আরও ভালো করা যায়, তার একটা সমাধানের উপায় জানিয়েছে আইআইটি খড়্গপুর। সূত্রের খবর, সেই রিপোর্ট নিয়েই যৌথ সমীক্ষা চালাল কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ। আইআইটি খড়্গপুর স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, দু’ধরেণের সমস্যা সমাধানের কথা জানিয়েছে বলে খবর। স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিংড়িহাটা মোড় সংলগ্ন অঞ্চলে ট্রাফিক ডাইভারশন ব্যাবস্থাকে আরও উন্নত করতে হবে।
বিশেষ করে মানুষদের চলাচলের জন্য জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করার উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংযুক্তিকরণের ফলে বাইপাসের উপরে পিলার তৈরির কাজ চলছে। সেটাকে মাথা রেখেই কীভাবে ট্রাফিক ব্যবস্থা আরও ভালো করা যায়, তাও জানানো হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে বিশেষজ্ঞরা ভূগর্ভস্থ পথ তৈরি করার উপরে জোর দিতে বলেছেন। ফলে চিংড়িহাটায় দুর্ঘটনা এড়াতে আইআইটি খড়্গপুরের দেওয়া এই উপায়কে সামনে রেখে সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করছে কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ। নবান্নকে দেওয়া রিপোর্টে সেকথা তারা উল্লেখ করেছে বলে সূত্রের খবর।