বাংলার খবর
মুকুল রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেল রাজ্য বিজেপি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুকুল রায় তৃণমূলে আসলেও খাতায়-কলমে কিন্তু এখনও তিনি কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। আর মুকুল রায়ের এই পরিচয় মুছে দিতে মরিয়া গেরুয়া শিবির। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল বিজেপি।
এর আগে বিধানসভার স্পিকারের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। কিন্তু সেই মামলায় স্পিকার মুকুল রায়ের পক্ষেই রায় দিয়েছেন। তিনি জানিয়ে দেন মুকুল রায় বিজেপি তেই আছেন। তিনি অন্য দলে যোগ দিয়েছেন, এরকম কোনও প্রমাণ তিনি পাননি। স্পিকারের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যায় বিজেপি।
কিন্তু সুপ্রিমকোর্ট বিজেপিকে হাইকোর্টে পাঠিয়ে দিয়ে মামলা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বিজেপি আজ হাইকোর্টের দ্বারস্থ হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা গ্রহণ করা হয়েছে। এই মামলায় হাইকোর্টকে এক মাসের মধ্যে শুনানি শেষ করার কথা আগেই বলেছে সুপ্রিম কোর্ট। অনুমান করা হচ্ছে, চলতি সপ্তাহেই শুনানি শুরু হবে। কার্যত মুকুল রায়কে নিয়ে কিন্তু শুরু থেকেই অস্বস্তি রয়েছে তৃণমূল ও গেরুয়া শিবিরে। এবং সেই অস্বস্তি কিন্তু বাড়ছে বৈ কমছে না।