আন্তর্জাতিক
ফের নক্ষত্র পতন, চলে গেলেন মহাভারতের ভীম!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত রবিবার প্রয়াত হয়েছেন সুরসম্রাঞ্জী তথা ভারতরত্ন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। তার মধ্যেই আরও এক নক্ষত্রের পতন হল। এবার প্রয়াত হলেন মহাভারতের ভীম। মহাভারতের ভীম চরিত্র করে এতোটাই জনপ্রিয় হয়েছিলেন যে সবাই তাঁকে ভীম বলেই ডাকতেন।
ভীম চরিত্র করার পর বহু বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন। জনপ্রিয় অভিনেতা প্রবীণকুমার সোবতির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবার সূত্রের খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লিতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। বিআর চোপড়ার মহাভারতে ভীমের ভূমিকায় অভিনয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রবীণ। মঙ্গলবার, পাঞ্জাবিবাগ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
অভিনয়ের পাশাপাশি তিনি একজন হ্যামার এবং ডিসকাস থ্রোয়ার ছিলেন। এশিয়ান গেমসে চারটি পদকও জিতেছেন প্রবীণ। জিতেছিলেন ২টি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ। এছাড়া তিনি ১৯৬৮ সালে মেক্সিকো এবং ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। প্রবীণকে অর্জুন সম্মানে ভূষিত করে ভারত সরকার। এই অভিনেতা-ক্রীড়াবিদ বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এ ডেপুটি কমান্ড্যান্ট হিসেবেও কাজ করেছেন।