বাংলার খবর
শিশির অধিকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ লোকসভার স্পিকারের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুকুল রায়কে নিয়ে যখন একের পর এক চাপ বাড়িয়ে চলেছে বিজেপি, তখন তৃণমূল পাল্টা ময়দানে নামল। কার্যত তৃণমূলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীর রাজনৈতিক মতবাদ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
শিশির অধিকারীর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ জানিয়েছিল তৃণমূল। আর এবার সেই অভিযোগের ভিত্তিতে শিশির অধিকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। জানা গিয়েছে, স্পিকারের কাছে এই নিয়ে প্রিভিলেজ কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিভিলেজ কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে স্পিকারের দফতরে। তারপরই শিশির অধিকারীর সাংসদ পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকে। দেখা যায়, অমিত শাহের জনসভায় শিশির অধিকারীকে হাজির থাকতে। যদিও আনুষ্ঠানিকভাবে শিশির অধিকারী বিজেপিতে যোগ দেননি ঠিকই।
কিন্তু তৃণমূলের সঙ্গেও কিন্তু তাঁর দূরত্ব বেড়েছে। এরপরই শিশির অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দল বিরোধী কাজের অভিযোগ আনেন। এই অবস্থায় এবার প্রিভিলেজ কমিটি তদন্ত করে শিশির অধিকারীর প্রসঙ্গে কী রিপোর্ট জমা দেয়, সে দিকেই চোখ থাকছে বিশেষজ্ঞদের। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী ও আর এক ভাই দিব্যেন্দু অধিকারী খাতায় কলমে বিজেপিতে থাকলেও এখনও তাঁর রাজনৈতিক অবস্থানও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে শিশিরকে তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছিল তৃণমূল। কিন্তু, কাঁথির সাংসদ শিশির অধিকারী স্পিকারের কাছে নিজের রাজনৈতিক অবস্থান জানাতে এক মাস সময় চেয়ে নিয়েছিলেন। সেই সময় অতিক্রান্ত হলেও দলীয় স্তরেও অবস্থান স্পষ্ট করেননি শিশির।