আচার্য বিলের ভোট গণনায় ভুল নিয়ে তদন্তের নির্দেশ স্পিকারের, সুর নরম বিজেপির
Connect with us

বাংলার খবর

আচার্য বিলের ভোট গণনায় ভুল নিয়ে তদন্তের নির্দেশ স্পিকারের, সুর নরম বিজেপির

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আচার্য বিলের ভোট গণনায় ভুল হয়েছিল। মঙ্গলবার অধিবেশনের শুরুতেই তা স্বীকার করেন নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশও দিলেন তিনি। সোমবার রাজ্য বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল (অ্যামেন্ডমেন্ড) বিল, ২০২২’। ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, বিলের পক্ষে ভোট পড়েছে ১৮২টি এবং বিপক্ষে ৪০টি। বিজেপি বিধায়করা দাবি করেন, অধিবেশনে উপস্থিত তাঁদের ৫৭ জন বিধায়কই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গণনায় কারচুপি ও ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন। এমনকি এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পরে বিধানসভার সচিবালয় থেকে জানানো হয়, গণনায় ভুল হয়েছিল। নতুন করে আবারও ফল ঘোষণা করা হলে দেখা যায় বিলের পক্ষে ভোট পড়েছে ১৬৭। এবং বিপক্ষে পড়েছে ৫৫ ভোট। মঙ্গলবার অধিবেশনের শুরুতেই স্পিকার বলেন, ‘আশা করব, এমন ভুল ভবিষ্যতে হবে না।’
আচার্য বিলের ভোট গণনায় এই ভুল নিয়ে স্পিকারকে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বললেন, ‘গতকাল রাতে যা ঘটেছে তাতে আমি দুঃখ পেয়েছি। কিন্তু মঙ্গলবার নতুন করে ফল প্রকাশিত হওয়ায় আমি খুশি। পৃথিবীর শ্রেষ্ঠ স্পিকার আপনি। আমাদের নেতা আপনি। এটা ষড়যন্ত্র, তা বিশ্বাস করি না। অফিসারদের অবহেলা বা অযোগ্যতার কারণেই এটা হতে পারে। তাই এই বিষয়টা নিয়ে আমরা আর বেশিদূর এগোতে চাই না। আমরা আশা করব ওঁর নেতৃত্বে আর এরকম ভুল যেন ভবিষ্যতে না হয়।’

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের কর্মচারী ভুল করে ফেলেছেন গণনায়। তিনি এসে স্বীকার করেছেন। বিষয়টি নিয়ে তদন্তের কথা বলেছি। এটা নিয়ে সব সদস্যের বিধানসভার ওপরে আস্থা রাখতে বলেছি। লোকসভায় ভোটিং সিস্টেম ডিজিটালি হয়। সেখানেও ভুল হলে সংশোধনের সুযোগ থাকে।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.