বাংলার খবর
বেগুনকে যতই নেই গুন মনে করা হোক না কেন এই বেগুনেই লুকিয়ে আছে উজ্জ্বল ত্বক পাওয়ার গোপন রহস্য!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেগুন নামটা শুনলেই কেমন যেন মনে হয়- কোনও গুন নেই, তাই তার নাম বেগুন। কিন্তু এই কথাটা মোটেও সঠিক নয়। নাম যাই হোক না কেন, এই বেগুনের আছে অনেক গুন। মহিলারা নিজেদের ত্বক সম্পর্কে ভীষণ সচেতন। মহিলাদের এক বিশেষ চিন্তার কারণ তাদের ত্বক।
কোনও কারণে ত্বক যদি উজ্জ্বলতা হারায় তাহলে তারা ভীষণ চিন্তায় পরে যায়। নানাবিধ জিনিস দিয়ে বা নানান প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পেতে চান উজ্জ্বল ত্বক। কিন্তু খুব সহজেই তারা হয়ে উঠতে পারেন উজ্জ্বল ত্বকের অধিকারী। আর এই উজ্জ্বলতা বেগুনের মাধ্যমেই আসতে পারে! বেগুনে থাকে ভিটামিন, খনিজ, আন্টি-অক্সিডেন্টের গুন এবং সঙ্গে থাকে ফাইবারও বেগুনেই মাধ্যমে আমাদের ত্বকের কী কীভাবে যত্ন নেওয়া যেতে পারে তা এবার জেনে নেবো। বেগুন বলিরেখা দূর করে। বয়সের সঙ্গে সঙ্গে চামড়ায় দেখা দেয় বলিরেখা। এই বলিরেখা অনেকের রাতের ঘুম উড়িয়ে দেয়। কেউই চান না, বয়সের ছাপ যেন ত্বকে পড়ুক। কিন্তু সেটা প্রতিরোধ করাটা অনেক সময় সম্ভব হয় না। বেগুন কিন্তু এই সমস্যা দূর করতে পারে। বেগুনের মধ্যে থাকা ভিটামিন, আন্টি অক্সিডেন্ট ত্বকে ফুটে ওঠা বলিরেখাকে দূর করে দেয়।
শুধু তাই নয় ,বলিরেখার সঙ্গে সঙ্গে ত্বকের কালচে ভাবও দূর করে। টোনাররের কাজও করে বেগুন। টোনার হলো অতি পরিচিত একটি ত্বক পরিচর্যার বস্তু যা ত্বককে রাখে টান টান। টোনার সাধারণত জলীয় এক ধরণের জিনিস। সেটা ত্বকে মাখা হয়ে থাকে। বেগুনকে লম্বালম্বি করে কেটে ভিতর থাকা রসটা যদি ত্বকে লাগানো যায় তবে সেটা টোনারের কাজ করবে। এ ছাড়ি, আমরা কমবেশি প্রত্যেকেই ময়সচারাইজার ব্যবহার করি। কিন্তু কোনও দিন ভাবিনি প্রাকৃতিক ভাবে ময়শ্চারাইজার পাওয়া যেতে পারে বেগুন থেকে। হ্যাঁ,সত্যি। খাবারে যদি বেগুন থাকে তাহলে ধরে নেবেন যে আপনার ত্বক ময়শ্চারাইজড হচ্ছে প্রাকৃতিক ভাবেই। বেগুন আমাদরে কাছে অতি পরিচিত একটি সবজি। অনেকে এটি খেতেও ভীষণই পছন্দ করেন। আর এই সবজিটি বাজারে সব সময় পাওয়া যায়। তাই একবার পরীক্ষা করে দেখা যেতেই পারে বেগুনের গুন কত! কিন্তু যাঁদের বেগুনে আলার্জি আছে তাঁদের বেগুন থেকে
দূরে থাকাই ভালো।