যেতে হবে না দূরে, সোনাঝুড়ির হাট এবার চুঁচুড়ায়
Connect with us

বাংলার খবর

যেতে হবে না দূরে, সোনাঝুড়ির হাট এবার চুঁচুড়ায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শান্তিনিকেতনের আদলে এবার ‘সোনাঝুড়ির’ হাট বসছে Birbhum-এর চুঁচুড়ায়। বীরভূম জেলার শান্তিনিকেতন সোনাঝুরির আদলে এই হাট তৈরি করা হয়েছে। ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই হাট চলবে।  

জানা গিয়েছে,  বীরভূম জেলার শান্তিনিকেতনের সোনাঝুরির আদলে এই হাট তৈরি করা হয়েছে। এই ছাড়া উপরি পাওনা হিসেবে এই এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন মেলায় আগত সাধারণ মানুষরা।

আরও পড়ুন: ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল

Advertisement

এখানে রয়েছে আকর্ষণীয় নানা জিনিসের সম্ভার এবং শিল্পীদের হাতের অসামান্য কিছু ছবি ,পট চিত্র এবং নানা হস্তশিল্প কুটির শিল্প তাঁত শিল্প সামগ্রী ইত্যাদি। সঙ্গে রয়েছে বাউল শিল্পীরা ও সঙ্গে থাকছে তাঁদের বাউল গান| শুধু তাই নয়, এখানে নানা জেলা থেকে এসেছেন শিল্পীরা। কৃষ্ণনগর, বীরভূম, কলকাতা, ব্যারাকপুর সহ দূর-দূরান্ত থেকে আসা বিক্রেতারাও পসরা সাজিয়ে বসেছেন এই হাটে বিক্রিবাটার আশায়।

আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন ৬৬ বছরের অরুণলাল! পাত্রী কে?

জানা গিয়েছে, শান্তিনিকেতনের আদলে এই সোনাঝুরি হাটে যেমন সস্তায় মিলবে সবকিছু  তেমনই উপরি পাওনা হিসেবে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সকলে। এদিন হাটে আসা রাজশ্রী দাস নামের এক মহিলা বলেন,  ”যারা শান্তিনিকেতন মতন পরিবেশ উপভোগ করতে চান তারাও একবার ঘুরে যান এই চুঁচুড়ার সোনাঝুরি হাটে।” 

Advertisement