বাংলার খবর
বেহাল রাস্তার অভিভাবক খুঁজতে রাস্তা আটকে অভিনব প্রতিবাদ পাঁচলায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছর ঘুরলেই রাজ্যে আবারও পঞ্চায়েত নির্বাচন। গত ভোটের আগে প্রতিশ্রুতি ছিল রাস্তা ঠিক করে দেওয়ার। পাঁচ বছর আতিক্রান্ত হতে চলেছে, কিন্তু রাস্তার অবস্থা বেহালই রয়ে গিয়েছে।হাওড়ার রানিহাটি জয়নগর ১৬ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী বাইপাস রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে বাধ্য হয়ে গ্রামবাসীরা রাস্তার দু’দিকে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। তাতে বোর্ড টাঙিয়ে লিখে দেওয়া হয়েছে, ‘যতদিন না রাস্তার কাজ শুরু হয় ততদিন এই রাস্তাটি বন্ধ থাকবে।’ এরকমই ঘটনার ছবি ধরা পড়ল পাঁচলা থানার ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে রানিহাটি-জয়নগরের বাইপাস রাস্তায়।
এই রাস্তা ধরে খুব কম সময়েই জয়নগর-সহ আশেপাশের আরও পাঁচ-ছ’টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। শুধু তাই নয়, একটি প্রাথমিক বিদ্যালয়ও আছে। স্থানীয় জয়নগর ও কান্দুয়া গ্রামের ছেলে-মেয়েরা সেই স্কুলে যেতে ব্যবহার করে এই রাস্তাটি। ১৫০ মিটারের রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে পথচলতি মানুষের যখন তখন দুর্ঘটনা ঘটে। আর বৃষ্টি হলে কিংবা বর্ষাকালে জল দাঁড়িয়ে যায় এক হাঁটু। সেই জল পেরিয়েই যাতায়াত চলে এলাকার মানুষের। এই রাস্তা দিয়ে গেলে তাদের যাতায়াতে সময় খুব অল্প লাগে।
বর্তমানে গ্রামের মানুষেরা রাস্তা সারাই না হওয়ায় দু’দিক দিয়েই বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। তাই এখন মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় তিন কিলোমিটার এসে রানিহাটি মোড় দিয়ে গ্রামে যাতায়াত করতে হচ্ছে। রাস্তা আটকে দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করলেও মানুষ গ্রামবাসীদের সমর্থন করেছেন। কারণ দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে এই রাস্তা। হয়নি কোনও উন্নয়ন। রানিহাটি ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে জয়নগর, কান্দুয়া সহ আরও পাঁচটি গ্রামে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তার দিয়ে। এমনকি ১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটিতে যদি যানজটের সৃষ্টি হয়, তখন প্রশাসন এই রাস্তা দিয়েই অনেক গাড়ি পাস করিয়ে যানজট মুক্ত করার চেষ্টা করে।
রাস্তাটি মেরামতের আবেদন জানিয়ে সমস্ত প্রশাসনিক দফতরে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি বলেই দাবি এলাকাবাসীদের। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা এই রাস্তা বন্ধ করে দিয়েছেন। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে, ততদিন রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে জানালে তারা দায় চাপায় পূর্ত দফতরের উপরে। এই রাস্তা মেরামতের দায়িত্ব কাদের অধীনে, সেই নিয়েই প্রশাসনের মধ্যেই রয়েছে ধন্দ। এর ফলে ৫ বছরেও রানিহাটি-জয়নগরের এই রাস্তার হাল বেহালই।
কার মাধ্যম দিয়ে, কীভাবে তাঁদের দাবি পূরণ হবে, তা বুঝতে পারছেন না গ্রামবাসীরা। তারা চায়, এই রাস্তাটি শীঘ্রই চলাচলের উপযোগী হোক। তাহলে স্কুলের ছেলে-মেয়ে থেকে আরও পাঁচ-ছ’টি গ্রামের মানুষজন খুব অল্প সময়ে এ রাস্তাটি ব্যবহার করে তাদের গন্তব্যস্থলে অনেককম সময় পৌঁছতে পারবে। এলাকার মানুষজন এখন তাকিয়ে কবে তৈরি এই রাস্তা তৈরি হবে, সেই দিকে। আর যদি কোনও সুরাহা না মেলে, তাহলে আরও বড় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।