দেশের খবর
প্রকাশিত হল ২০২১ সালের প্রাথমিক টেট-এর ফল

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ এক বছর পর সোমবার প্রাথমিক টেট-এর ফল প্রকাশিত হল। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা গ্রহণ করা হয়। ১১ মাসের মধ্যে মাথায় এই পরীক্ষার ফল ঘোষণা করল পর্ষদ।
ছাত্র ছাত্রীদের রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলেই www.wbbpe.org এবং wbbprimaryeducation.org -পর্ষদের এই দু’টি ওয়েবসাইট থেকে জানা যাবে ফলাফল। এ বছরের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন। মোট পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৫১৪ জন। পরীক্ষা বাতিল হয় ১২ জনের। পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন।
সোমবার সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, ‘২০২১ সালের জানুয়ারিতে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। আমরা জানুয়ারির প্রথমদিকেই এ বছর ফল প্রকাশ করলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আইনি জটিলতা মুক্ত এবং ত্রুটিমুক্ত সর্বজন গৃহীত একটি স্বচ্ছ রেজাল্ট বার করব। তার জন্য আমরা একটু সময় নিয়ে প্রথমে ড্রাফট বার করেছি। বিশেষজ্ঞের মতামত নিয়েছি। তারপর আমরা চূড়ান্ত ফল তৈরি করে প্রকাশ করেছি।’