বাংলার খবর
আনিস হত্যা মামলায় সিট ও হাওড়া জেলা দায়রা বিচারকের রিপোর্ট জমা পরল হাইকোর্টে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আনিস খান হত্যা মামলায় শুক্রবার রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। একই সঙ্গে হাওড়া জেলা এবং দায়রা বিচারকের রিপোর্ট জমা পড়ছে আদালতে। বন্ধ খামে জমা পড়ল সিটের রিপোর্ট। আনিসের পরিবারের হাতেও এই রিপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সিট-কে দু’সপ্তাহের মধ্যে আনিস হত্যাকাণ্ডের রিপোর্ট জমা দিতে বলেছিল আদালত। বৃহস্পতিবার ছিল শেষ সময়সীমা। শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই রিপোর্ট জমা পড়ার পর তিনি জানতে চান, ফরেন্সিক রিপোর্ট এসেছে কি না? তার উত্তরে রাজ্য জানায় অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। প্রসঙ্গত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, নারদার চাইতেও আগে আসবে ফরেন্সিক রিপোর্ট।
এরপরই আদালত প্রশ্ন করে, ‘ওসিকে তো ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। তবে গোপন জবানবন্দি কবে নেবেন? কেন ১৬৪ (বয়ান) দেরি। ওসিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ তার উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন, সিট সবে বিস্তারিত রিপোর্ট দিয়েছে। ফরেনসিক রিপোর্টে এখনও এসে পৌঁছায়নি। তাই এখনও অনেককে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এখনও তদন্তের অনেক প্রয়োজন রয়েছে। রিপোর্ট পেলে আরও অনেক তথ্য জানা যাবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। যদিও মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা ও তাঁর গোটা পরিবার এখনও সিবিআই তদন্তের পক্ষে অনড়। গত ১৮ ফেব্রুয়ারি বাড়িতে পুলিশ পাঠানোর পিছনে কাদের হাত রয়েছে, সেই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন আনিসের বাবা।