বাংলার খবর
লোকসভায় নির্বিঘ্নে পাস হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ থেকে লোকসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরু হতেই লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পাস হয়ে গেল। সোমবার সংসদে শীতকালীন অধিবেশন বসতেই ধ্বণি ভোটে পাস হয়েছে এই বিল।
গত বছর কেন্দ্র ছোট কৃষকদের সুবিধার্থে তিনটি কৃষি আইন পাস করায়। কৃষি বিল পাস হতেই সারা দেশের কৃষকরা একজোট হয়ে আন্দোলন শুরু করে। প্রথমে পঞ্জাবে এই আন্দোলন শুরু হলেও ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলন করতে গিয়ে বহু কৃষকের মৃত্যু হয়। কৃষক আন্দোলন দমন করতে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
এরপরই এই মাসেই কেন্দ্র সিদ্ধান্ত নেয় কৃষি আইন প্রত্যাহার করা হবে। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, শীতকালীন অধিবেশনে এই বিল প্রত্যাহার করা হবে। সেই কথা মতোই সোমবার শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করে নিল।