দেশের খবর
জাতীর উদ্দেশ্যে ভাষণে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল ও জ্বালানির দামে লাগাম টেনে দীপাবলির দিন পেট্রোল, ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করে দেশবাসীকে দীপাবলির উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার বড়দিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর।
বর্ষবরণের আগেই জাতির উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে আমজনতাকে সচেতন করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, নতুন বছরের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু হবে। এছাড়াও প্রথম সারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে। নয়া বছরের ১০ জানুয়ারি থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি জানিয়েছেন, দ্রুত ন্যাজাল ভ্যাকসিন শুরু হবে দেশে।
ওমিক্রন নিয়ে আমজনতাকে সচেতন করতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, করোনা এখনও যায়নি। সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অন্যদিকে, দেশবাসীকে আশ্বস্ত করে কোভিড মোকাবিলায় দেশের প্রস্তুতি সমস্ত তথ্য দিয়ে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, দেশজুড়ে ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড রয়েছে। ৪ লক্ষ অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর দাবি, দেশের ৬১ শতাংশ মানুষ টিকার দু’টি ডোজ পেয়েছেন।