দেশের খবর
কানপুরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক চমক দিচ্ছে বিজেপি সরকার। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন। মঙ্গলবার কানপুরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।
পাশাপাশি কানপুর আইআইটির কনভোকেশনেও উপস্থিত ছিলেন তিনি।সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, মঙ্গলবার কানপুরবাসীর দ্বিগুণ আনন্দ। একদিকে, যেমন মেট্রো রেল প্রকল্প পাচ্ছেন কানপুরবাসী, পাশাপাশি প্রযুক্তির দুনিয়া পাচ্ছে আইআইটি কানপুর।
কানপুরে ৩২ কিলোমিটার জুড়ে চলবে মেট্রো। এদিন প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকল্পের উদ্বোধনের পর একসঙ্গে মেট্রোয় সফর করেন। তির পর এদিন আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সমাবর্তনে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে তিনি জানান, আইআইটি’তে ভর্তির সময় নিশ্চয় এক অজানা ভয় তৈরি হয়েছিল পড়ুয়াদের। আজ তাঁরা সবার সেরা। গোটা বিশ্বে অনুসন্ধানের ক্ষমতা রাখেন।