দেশের খবর
জি-২০ বৈঠকে যোগ দিতে রোমে পৌঁছলেন প্রধানমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী তিনি। গত সাত বছরে অনেক দেশে সফর করলেও ইতালি সফর করেননি। জি-২০ বৈঠকে যোগ দিতেই রোমে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোমের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, বিশ্বের আর্থ সামাজিক পরিস্থিতি, নিরপত্তা এবং করোনা পরিস্থিতি নিয়ে আলচনা হবে। এছারাও সন্ত্রাসবাদ অন্যতম প্রধান ইস্যু বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে রোমে পৌঁছেছেন তিনি। বিশ্বস্ত সূত্রে জানা জানা গিয়েছে জি-২০ বৈঠকের পাশাপাশি ইতালিতে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
দূতাবাস সুত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ইতালির রাজধানীতে গান্ধীজীর মূর্তি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। এ ছারাও তিনদিনের সফরে ভ্যাটিকান সিটিতেও যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।