বাংলার খবর
নাবালিকার বিয়ে রুখল পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২৮ বছর বয়সী যুবকের সঙ্গে ১৪ বছর বয়সী নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল। পাত্রের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে এবং পাত্রী মালদা জেলার চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানিপুর গ্রামের। শনিবার ছিল বিয়ের লগ্ন, সুতরাং বিয়ের আয়োজন আগেথেকেই হয়ে ছিল।
কার্ড ছাপানো আর নিমন্ত্রণ আগেই শেষ হয়েছিল। বিয়ের দিন আয়োজনের কোনও ত্রুটি ছিল না। পাত্রের বাড়ি থেকে হ্লুদ এসে পৌঁছেছিল পাত্রীর বাড়িতে। গায়েহলুদ শেষ হয়েছিল। অন্যদিকে মহা ভোজনের ব্যবস্থাও চলছে। দুপুরের খাওয়া শেষ হতেই আচমকা হানা দেয় পুলিশ। রুখে দেওয়া হয় নাবালিকার বিয়ে। পুলিশ দেখে অনেকেই বাড়ি থেকে চম্পট দেয়। ১৪ বছর বয়সী কনে অষ্টম শ্রেণিতে পড়ে। এর আগেও তার বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু চাইল্ড লাইনের তৎপরতায় রুখে দেওয়া হয়। মেয়ের বাবা স্বীকার করেছিলেন ১৮ বছর বয়স না হলে বিয়ে দেবেন না।
তবুও আবার মেয়ের বিয়ের আয়োজন করেছিল। এটা জানার পর চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চাইল্ড লাইনের সদস্য সমীর দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। জামাইবাবু ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সবাই আগেই পালিয়ে গিয়েছিল। মেয়ের দিদিমা বলেন, মেয়ের বাবা পাগল। তাই মেয়েটির বিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু বয়স ১৪ বছর তা তাঁরা জানতেন না। নিমন্ত্রণ পেয়ে এসেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।