বাংলার খবর
লাগাতার হাতির তাণ্ডবে চরম সমস্যায় সোনামুখী জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাতির উপদ্রব যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের। হাতির আতঙ্কে রাতের অন্ধকারে এক প্রকার গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে তাঁদের। পাশাপাশি হাতির তাণ্ডবে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদেরকে।
সন্ধ্যা হলেই বুনো হাতির দল গ্রামে ঢুকে পড়ছে। কখনও বাড়ি ভেঙে দিচ্ছে, আবার কখনও আলু জমি সহ অন্যান্য ফসলের উপর তাণ্ডব চালাচ্ছে। বাড়িতে থাকা ধান ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করছে হাতির দল। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে হাতি গুলিকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন সাধারণ মানুষরা। প্রায় মাস দেড়েক পরও মেদিনীপুর জঙ্গল থেকে পুণরায় বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে অবস্থান করছে বেশ কয়েকটি বুনো হাতি। যার কারণেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষদের ।
যদিও স্থানীয় বনদফতরের উদ্যোগে জঙ্গল লাগোয়া প্রতিটি গ্রামে হাতি সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করতে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। যাতে জঙ্গলে অযথা কেউ প্রবেশ না করে এবং প্রত্যেকেই যেন সতর্ক থাকে। গ্রামবাসী মেনোকা বাউরি, ফুঁরি বাউরিরা বলছিলেন, ‘প্রতিদিনই গ্রামে হাতি ঢুকে যাচ্ছে। রীতিমতো আতঙ্কিত আমরা। আমাদের যা ক্ষতি হয়েছে বনদফতরের কাছে আবেদন করছি তার ক্ষতিপূরণ যেন দ্রুত দেওয়া হয়।’ এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানিয়েছেন, হাতিগুলোকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে।