দেশের খবর
দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে ভোগান্তি আম জনতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র। ফলে বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যেই বেসরকারিকরণ হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত ব্যাঙ্ক লোকসানে চলছে, সেই সব ব্যাঙ্ক এবং ফাইনান্স সংস্থা গুলোকে ব্যাঙ্কিয়ের আওতায় নিয়ে আসার জন্য সংসদে একটি বিল আনতে চলেছে কেন্দ্র।
জানা যাচ্ছে দু’টো ব্যাঙ্ক এবং একটি ফাইনান্স সংস্থাকে মিলিয়ে দেওয়া হবে। এমনই এক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের যুক্তি, যে সব ব্যাঙ্ক লাভজনক নয়, সেগুলো যাতে লাভ করে, সেই জন্যই মিলিয়ে দেওয়া হবে। এর ফলে ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার সম্ভবনা কম। সাধারণ মানুষকে ক্ষতির মুখোমুখি হতে হবে না। সেই কারণেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে সমস্ত ব্যাঙ্ক সংগঠন। দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে তারা। ফলে বৃহস্পতিবার এবং শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
ব্যাঙ্কের পাশাপাশি সমস্ত এটিএম পরিষেবাও বন্ধ থাকবে। সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে শুধু মাত্র হসপিটালের পাশের এটিএম গুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্দলনকারী ব্যাঙ্ক সংগঠন গুলো। তাদের দাবি, সরকার যদি সিদ্ধান্ত বদল না করে তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে নামবে তারা। এমনিতেই দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। কিন্তু এই রকম চলতে থাকলে আরও অসুবিধার মুখে পরবে সাধারণ মানুষ, তাতে কোনও সন্দেহ নেই।