খেলা-ধূলা
সিএসকে-এর অধিনায়কত্ব জাদেজার হাতে তুলে দিলেন ধোনি, এটাই কি মাহির শেষ আইপিএল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আর মাত্র দু’দিন। তারপরই শুরু হচ্ছে এই বছরের আইপিএল। ২৬ তারিখ ওয়াংখেড়েতে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। তার আগেই পাল্টে গেল সিএসক-এর অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি।
তাঁর জায়গায় এবার অধিনায়কত্ব করতে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে সিরিজের মাঝে আচমকাই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়ে ফেলেছিলেন। ২০১৭ সালে এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান মাহি। ২০২০ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে সন্ধে ৭.১৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। তারপর থেকেই তাঁর আইপিএলের ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়েছিল। গত দু’বছর সেই পাবে পারফরমেন্স না থাকায়, আইপিএল থেকে ধোনির অবসরের জল্পনা আরও উজ্জ্বল হয়েছিল। কিন্তু সব জল্পনা উড়িয়ে এবারও চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক হিসেবে ধোনির মাঠে নামার কথা ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
আরও পড়ুন – আইপিএল শুরুর আগেই নাইট শিবিরে বড় ধাক্কা! প্রথম পাঁচ ম্যাচে নেই দুই বিদেশি তারকা
কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় আবারও গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে! ২০০৮ সালে আইপিএল শুরুর প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দু’বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। তখন পুণে সুপার জায়ান্টের হয়ে খেলার পাশাপাশি অধিনায়কত্ব করেছিলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফেরার পরে ফের তাঁকে অধিনায়ক করা হয়। চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত ২০৪ ম্যাচে খেলেছেন ধোনি। জিতেছেন ১২১টি ম্যাচ। হার ৮২টি ম্যাচে। ৯ বার আইপিএল ফাইনালে তুলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন চার বার। গতবার তাঁর নেতৃত্বেই কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। অপর দিকে ২০১২ সাল থেকেই চেন্নাইয়ে রয়েছেন জাদেজা।
মাঝে এক বার ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না চেন্নাইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাই জাড্ডু হলেন সিএসকে-এর তৃতীয় অধিনায়ক। গত আইপিএলের পর ধোনি, জাদেজা সহ চার ক্রিকেটারকে রিটেইন করেছিল সিএসকে। ১৪ কোটি টাকায় জাদেজাকে ধরে রাখা হয়েছিল। আর নিজের বেতন কমিয়ে ১২ কোটি করেছিলেন ধোনি। তখনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ধোনির পরবর্তী সময়ে সিএসক-এর নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে জাদেজার হাতেই। বৃহস্পতিবার সেই সম্ভাবনাই সত্যি হল। ধোনির গড়া সাম্রাজ্যকে জাদেজা কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার। তবে দলে এখনও পূর্বসূরী থাকায় অনেকটাই চাপ মুক্ত থাকবেন সিএসক-এর নতুন অধিনায়ক, তাতে কোনও সন্দেহ নেই।