বাংলার খবর
বালুরঘাটে রেস্টুরেন্টের ভিতর থেকেই মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বন্ধ রেস্টুরেন্টের ভিতর থেকেই উদ্ধার হল মালিকের ঝুলন্ত দেহ! ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। ৪৩ বছর বয়সি মৃত ওই যুবকের নাম সন্দীপ কর্মকার। তদন্তে নেমে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বালুরঘাট থানার পুলিশ।
এক স্বনামধন্য রেস্টুরেন্টের মালিকের ঝুলন্ত দেহ দোকানের ভিতর থেকে উদ্ধারের ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বালুরঘাট শহরের হাসপাতাল সংলগ্ন স্টেডিয়াম এলাকায় গোল্ডেন পার্ক নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন সন্দীপ কর্মকার। তাঁর এক শুভানুধ্যায়ী তথা তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সুভাষ চাকি জানিয়েছেন, গতকাল রাতে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর সন্দীপ বাড়িতে না ফিরে দোকানেই শুয়ে ছিলেন। কিন্তু অধিক রাত অবধি তিনি বাড়িতে না ফেরায় তাঁর বাড়ির লোকজন তাঁকে খুঁজতে রেস্টুরেন্টে আসেন।রেস্টুরেন্ট অন্যদিন শাটারের বাইরে তালা দেওয়া থাকলেও এদিন ভেতর থেকে শাটার বন্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়।
তাঁরা সন্দীপের নাম ধরে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন উত্তর আসেনি। বাধ্য হয়ে তাঁরা রেস্টুরেন্টের ডুবলিকেট চাবি নিয়ে এসে শাটার খুলে ভিতরে ঢুকে সন্দীপকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁরা উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই রেস্টুরেন্ট মালিককে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে, তা জানতেই বালুরঘাট পুলিশ মর্গে মৃতের ময়নাতদন্ত হচ্ছে। সেই রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে মৃত্যু না আত্মহত্যা। তবে যদি ওই রেস্টুরেন্টের মালিক আত্মঘাতী হয়ে থাকেন, তাহলে কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তা বলতে পারছেন না তাঁর পরিবারের লোকজনও।