আন্তর্জাতিক
জেগে উঠলো পুরনো অভিশাপ ইংল্যান্ডের রাজ পরিবারে

বেঙ্গল এক্সপ্রেসঃ ইংল্যান্ডের কুইন দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় রাজা হিসেবে, দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি)-র প্রথম সন্তান প্রিন্স চার্লস এর রাজ্যাভিষেকের পর প্রথমবার জনসমক্ষে আসেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান।
ওই দম্পতি এক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িকে ধাওয়া করে পাপারাজ্জীরা। আর এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেটে। হুবহু এমনই এক ঘটনা পূর্ব ঘটেছে। ১৯৯৭ সালের ৩১ শে আগস্টে গাড়ি ধাওয়া করার জন্যই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল হ্যারির মা অর্থাৎ ইংল্যান্ডের তৎকালীন যুবরাজের ডায়নাকে। সেই দিন ওই গাড়িতে যুবো রানী ডায়নার সাথে ছিলেন তার বন্ধু ডোডো।
আরও পড়ুন- এবার জিমেইলেও পাওয়া যাবে ব্লু-টিক, কারা এবং কিভাবে পাবেন এই ব্লু-টিক
পাপারাজ্জীদের কারণে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের গাড়ি বিপদে পড়তে চলেছিল। এর আগে অনেকবার রাজ পরিবারে বিনা অনুমতিতে পেপারেজিদের অতিরিক্ত প্রবেশেও অভিযোগ তুলেছিলেন প্রিন্স হ্যারি। তিনি জানিয়েছেন যে, তার মা অর্থাৎ যুবরানী ডায়নার মৃত্যুর কারণ ওই পাপারাজ্জীরাই। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাপারাজ্জীদের ধাওয়ায় প্রিন্স হ্যারি ও তার সঙ্গিনী মেগান বিপদের সম্মুখীন হলেও ১৯৯৭ সালের প্যারিসে ডায়ানা ও তার বন্ধুর গাড়ির পিছনে যে পাপারাজ্জীরা ধাওয়া করেছিল আর সেই কারণেই ওই রাতে রাজ পরিবারে নেমে এসেছিল এক ভয়াবহ অভিশপ্ত রাত। ওই রাতের গারি দুর্ঘটনাতেই মারা যান যুবরানী ডায়না।