Uncategorized
স্ত্রী’র সংখ্যা মাত্র আট, তাই নিয়েই সুখের সংসার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনেকে এক স্ত্রী নিয়েই সামলাতে পারেন না। সেখানে আট বৌয় নিয়ে সুখের সংসার! এ যেন আজকের দিনে এক স্বপ্নের মতো। কিন্তু শুনতে অবাস্তব হলেও এটাই বাস্তব। এক নয় ,দুই নয় একেবারে আট-আটটা বৌ নিয়ে সুখে সংসার করছেন থাইল্যান্ডের এক ব্যক্তি।
ছোটবেলায় রূপকথার গল্পে শোনা যেত এক রাজার অনেক রানী। ইতিহাসেও পড়েছি রাজাদের এক এক মহলে এক এক রানী থাকতেন। অনেকের ক্ষেত্রে সেই সংখ্যা শতাধিকও হতো। কিন্তু এখানে ব্যাপারটা গল্প হলেও সত্যি। আট বৌয়ের সেই একমাত্র বর হলেন ওং ড্যাম সোরেট। সোরেট পেশায় একজন ট্যাটু শিল্পী। সোরেটের এই খবর সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই চলছে প্রচুর চর্চা। কিন্তু তা নিয়ে সোরেট বিন্দুমাত্র মাথাব্যথা নেই। বরং তিনি জোরের সঙ্গে জানিয়েছেন তিনি তাঁর আট বৌকে নিয়ে সুখেই সংসার করছেন।
সোরেট আরও বলেছেন যে তাঁর প্রত্যেক বউ’ই তাঁকে খুব ভালোবাসেন, যত্ন নেন। এবং তাঁকে বোঝেন। নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক থাকায় কোনও সমস্যাই হয় না। তাই তাঁদের সংসারে ঝগড়া-অশান্তি নেই। কিন্তু প্রশ্ন হল, এত জনের সংসার চালাতে চাই অনেক অর্থ! তবে কি সোরেট খুব অর্থবান? এই প্রশ্নের উত্তরও পাওয়া গিয়েছে। সোরেট জানিয়েছেন, তিনি ট্যাটু শিল্পী। তাঁরর প্রত্যেক বউ’ই কিছু না কিছু করেন। তাই কোনও সমস্যা হয় না। সংসার দিব্বি চলে যায়। বলা যেতেই পারে, সোরেটের জীবন রূপকথার কোনও রাজপুত্রের চেয়ে কম কিছু না। ঈশ্বরের আশীর্বাদে সোরেট এবং তাঁর আট সহধর্মিনীর সুখের সংসার যেন আজীবন সুখেই ভরা থাকে, এই প্রার্থণা করেছেন নেটিজেনরা।