দেশের খবর
দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল! বাড়ল করোনার দৈনিক সংক্রমণও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বের মানুষের কাছে আতঙ্কের নাম ওমিক্রন। ওমিক্রন আতঙ্কের পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সারা বিশ্বের পাশাপাশি ভারতেও করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। রবিবার দেশে ২১ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ।
তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৫৩ জন। এর মধ্যে শুধুমাত্র দিল্লিতেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৬ জন। এখনও পর্যন্ত গোটা অতিমারী পর্বে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ২.৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২৪৯ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১ জন।
গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১৮ হাজার ২০ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন মোট ১ লক্ষ ২২ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৮২ হাজার ৩৭৬টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৮ কোটি ৭১ হাজার ৪৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ২৫ লক্ষ ৭৫ হাজার ২২৫ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪৫ কোটি ৪৪ লক্ষ ১৩ হাজার ৫ জনের। করোনার পাশাপাশি দেশে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রবিবার দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫ জনে।
যদিও ইতিমধ্যেই ৫৬০ জন সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রনে আক্রান্তের সংখ্যার তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪৬০ জন। এর পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে এখনও পর্যন্ত ৩৫১ জনের শরীরে করোনার নতুন প্রজাতির হদিশ মিলেছে। এ ছাড়াও গুজরাতে ১৩৬, তামিলনাড়ুতে ১১৭, কেরলে ১০৯, রাজস্থানে ৬৯, তেলঙ্গানায় ৬৭, কর্নাটকে ৬৪, হরিয়ানায় ৬৩, পশ্চিমবঙ্গে ২০, অন্ধ্রপ্রদেশে ১৭ এবং ওড়িশায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। অন্য রাজ্যগুলোতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০ এর নিচেই রয়েছে।