দেশের খবর
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ! বেড়েছে মৃত্যুও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন এবং করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা এবং ওমিক্রন রোধ করতে সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। ষাটোর্ধ্বদের এবং করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এছাড়া স্কুল পড়ুয়াদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
কিন্তু তা সত্ত্বেও দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৯ হাজার ৬৯২ জন ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত সেই সংখ্যাটা ছিল ৯ হাজার ২৮৭। এদিন গতকালের তুলনায় ৪.৩৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিকে, দেশে ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণও। ওমিক্রন আতঙ্কের মাঝে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যাও। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। আট মাস পর দেশে সংক্রমণ এই পর্যায়ে পৌঁছল। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, কেরল এবং কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজারের বেশি। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। সংক্রমণের পাশাপাশি দেশে বেড়েছে দৈনিক মৃত্যু এবং সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।
এর মধ্যে শুধুমাত্র কেরলেই মারা গিয়েছেন ৩৪১ জন। বৃহস্পতিবার দেশে মারা গিয়েছিলেন ৪৯১ জন। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৭.৯৪ শতাংশ। বৃহস্পতিবার তা ছিল ১৬.৪১ শতাংশ। দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫১ হাজার ৭৭৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৯৪ হাজার ৭৭৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৩৫ হাজার ৯১২টি। দেশে এখনও পর্যন্ত টেস্ট হয়েছে মোট ৭১ কোটি ১৫ লক্ষ ৩৮ হাজার ৯৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭০ লক্ষ ৪৯ হাজার ৭৭৯ জন। দেশে এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে মোট ১৬০ কোটি ৪৩ লক্ষ ৭০ হাজার ৪৮৪ জনের।