দেশের খবর
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়াল! ওমিক্রনে আক্রান্ত ১ হাজার ৪৩১ জন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবারের তুলনায় শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার বাড়ল শুক্রবার দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ হাজারেরও বেশি মানুষ। শনিবার সেই সংখ্যাটা ২২ হাজার ছাড়িয়ে গেল।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। শুক্রবারের তুলনায় শনিবার দেশে সংক্রমণ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৮ লক্ষ ৬১ হাজার ৫৭৯ জন। দেশে করোনার পাশাপাশি ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। দেশে ১ হাজার ৪৩১ জন ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সাম্প্রতিক রূপ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। সেই রাজ্যে ৪৫৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারপরই রয়েছে দিল্লি।
রাজধানীতে ৩৫১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এছাড়াও তামিলনাড়ুতে ১১৮, গুজরাতে ১১৫ জন, কেরলে ১০৯ জন, রাজস্থানে ৬৯ জন, তেলঙ্গানায় ৬২ জন, হরিয়ানায় ৩৭ জন, কর্নাটকে ৩৪ জন, অন্ধ্রপ্রদেশে ১৭ জন, পশ্চিমবঙ্গে ১৭ জন এবং ওড়িশায় ১৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বাকি রাজ্যগুলিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০-এর নিচেই রয়েছে। আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪০৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮১ হাজার ৪৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ২.০৫ শতাংশ। সংক্রমণ বাড়ায় দেশে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। ইতিমধ্যেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা আবারও এক লাখ পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ১০ হাজার ৮৫৫ জনের। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৭ কোটি ৮৯ লক্ষ ৮৯ হাজার ১১০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৮ লক্ষ ১১ হাজার ৪৮৭ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৪৫ কোটি ১৬ লক্ষ ২৪ হাজার ১৫০ জনের।