দেশের খবর
দেশে আবারও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যুও!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে করোনা এবং ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ল। গত একদিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল ১৮ শতাংশ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন।
মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছন মোট ৩ কোটি ৭৯ লক্ষ ১ হাজার ২৪১ জন। সংক্রমণের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল ৩১০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জন। বেড়েছে দৈনিক সংক্রমণের হারও।
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৬৯ হাজার ৬৪২টি। এখন পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭০ কোটি ৭৪ লক্ষ ২১ হাজার ৬৫০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭৬ লক্ষ ৩৫ হাজার ২২৯ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৫৮ কোটি ৮৮ লক্ষ ৪৭ হাজার ৫৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৬১ জন।