দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা
Connect with us

দেশের খবর

দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। ওমিক্রন হু হু করে বাড়লেও করোনা কমে গিয়েছে সেটা বলা সম্ভব নয়। এই মুহূর্তে বিশ্বের প্রায় ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন প্রজাতি। ভারতও তার ব্যতিক্রম নয়। ভারতের বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করেছে ওমিক্রন।

পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৭ হাজার ৯৭৪ জন এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৭ লক্ষ ২৬ হাজার ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯১ জনের। গতকাল এই সংখ্যা ছিল ৩৪৩। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন সংক্রমণ ধরা পরেছে ১০ জনের শরীরে। ফলে এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮৩ জন। দিল্লি, গুজরাত, কর্ণাটকে বেড়েছে ওমিক্রন আক্রান্তর সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৮৬ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫ জন।

ফলে সুস্থতার হার দেখে কিছুটা স্বস্তির সংকেত পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে একজনের শরীরে ওমিক্রন ধরা পড়লেও গতকাল তার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে এই মুহূর্তে রাজ্যে কোনও ওমিক্রনে আক্রান্তের খবর নেই। কিন্তু স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২ জনের। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২১৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ০.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৫৯ হাজার ৯৩২টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৬ কোটি ১৫ লক্ষ ৭ হাজার ৬৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭০ লক্ষ ৪৬ হাজার ৮০৫ জন। এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ১৩৫ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ২৬৭ জন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.