দেশের খবর
উদ্বেগ বাড়িয়ে দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওমিক্রন সারা বিশ্বে তার সংক্রমণের গতি বাড়িয়েই চলেছে। অনেকদিন আগেই বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছিল ওমিক্রনের সংক্রমণ। পিছিয়ে নেই ভারত। দেশে একটু একটু করে বাড়ছে করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। আজ দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেল।
রবিবার গুজরাতে ২ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। সাথে সাথে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৫০ ছড়িয়ে যায়। খবর পাওয়া গিয়েছে, এক ব্যক্তি ব্রিটেন থেকে রবিবার আহমেদাবাদ ফিরেছিলেন। বিমানবন্দরে তাঁর আরটিপিসিআর টেস্ট করা হয়। এবং সেখানেই করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাঁকে হাসপাতালে পাঠানো হলে আজ তাঁর ওমিক্রন রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অপরদিকে, ইংল্যান্ড থেকে গান্ধীনগরে ফেরা এক বালকেরও ওমিক্রন ধরা পড়েছে। তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা চলছে। দেশে এই মুহূর্তে ১৫১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে মহারাষ্ট্রে ৫৪ জন, দিল্লিতে ২২ জন, রাজস্থানে ১৭ জন, কর্ণাটকে ১৪ জন, তেলেঙ্গানায় ২০জন, গুজরাতে ৯ জন, কেরলে ১১ জন, অন্ধ্রপ্রদেশে ১ জন, তামিলনাড়ুতে ১ জন, চণ্ডীগড়ে ১ জন এবং পশ্চিমবঙ্গে ১ জন আক্রান্ত হয়েছেন। দেশের মধ্যে মহারাষ্ট্র এবং দিল্লিতে বেশি সংখ্যায় আক্রান্ত ধরা পড়ছে। রাজধানীতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। গতকাল তিনি স্বাস্থ্য দফতরের অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সামনেই বড়দিন এবং বর্ষবরণ উৎসব। এই উৎসবকে নিয়ন্ত্রন করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছে দিল্লি সরকার।