দেশের খবর
দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই-ছুঁই!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬১! আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত হয়েছেন ২৬৩ জন। এরপরই রয়েছে মহারাষ্ট্র।
ওই রাজ্যে ২৫২ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। এছাড়া গুজরাটতে ৯৭, রাজস্থানে ৬৯, কেরলে ৬৫, তেলঙ্গনায় ৬২ জন করোনার নতুন প্রজাতিতে সংক্রমিত হয়েছেন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১১ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। তবে স্বস্তির কথা, দেশে আক্রান্ত ৯৬১ জনের মধ্যে ৩২০ জনই সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশে অনেকটাই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। বুধবার সেই সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫।